খাম্বাজ ঠাট থেকে সৃষ্ট এ রাগটি এই ঠাটের ঠাট রাগ হিসেবে পরিচিত।বিলাবলের শুদ্ধ নি বাদ দিয়ে কোমল ণি ব্যবহার করলেই ঠাটের আরোহী পাওয়া যায়।দার্শনিক হযরত আমীর খসরু পারসিক রাগের সাথে সংমিশ্রণ ঘটিয়ে এই রাগটি সূষ্টি করেছেন।খমাজ রাগটির সাথে ঝিঝিট রাগের অনেক মিল আছে এবং বাংলাদেশে এই রাগে অনেক পল্লীগীতি রচিত হয়েছে।
পরিচয়: উভয় নি ব্যবহার করা হয়। আরোহে তীব্র নিষাদ ব্যবহার করা গেলেও ধৈবত স্বরটির তেমন কোন গুরুত্ব পায়না এবং রে স্বরটি বর্জন করা হয়। অবরোহে পন্চমকে বার বার বক্রভাবে ব্যবহার করা হয়। এই রাগের বৈচিত্র নির্ভর করে গা, মা, পা, নি - এই চারটি স্বরের উপর এবং তান গুলিও সাধারণত এসব স্বরে শেষ হয়।
ঠাট: খাম্বাজ
জাতি: ষাড়ব-সম্পূর্ণ আরোহী: স গ ম প ধ ন র্স অবরোহ: র্স ণ ধ প ম গ র স বাদী: গান্ধার সমবাদী: নিষাদ চলন: ন্ সা গ ম প, গ ম ণ ধ প, ধ ন র্স ণ ধ, মপধ মগ,প মগরস। পকড়: ণি ধা, ম প, ধ, ম গ সময়: রাত্রির দ্বিতীয় প্রহর। স্বর মালিকা (তাল: ঝাপতাল) স্থায়ী
অন্তরা
লক্ষণ গীত (তাল ত্রিতাল) স্থায়ী রাগ খাম্বাজ শুনাওয়ে সাখিরি মোহে Raga khambaja sunawa sakhiri mohay সব সুর শুদ্ধ অওর ণি কোমল কর saba sura shudh owr ni komala kara খাড় সম্পূরণ দিখাওয়ে সাখিরি মোহে। khado sampuran dikhawa sakhiri mohay. অন্তরা গা বাদী অওর নি সমবাদী Ga wadii owr ni samawadii অঙ্গ পূর্বাঙ্গ দিখাওয়ে সাখিরি মোহে। angga purbangga dikhawa sakhiri mohay. স্থায়ী
অন্তরা
খেয়াল (তাল ত্রিতাল) স্থায়ী
অরে মন হর সৌঁ কর তু প্রীত Awray mana hara so kara tu priita মাত পিতা সোহি অখিল জগতকো mato pita sohi awkhila zagatako অন্ত সমৈই না দুজো কো মীত। anta samay na dujo komiita. অন্তরা ইয়ে সন্সারা ঝুঠ পসারা Eia sansara jhutha pasara হররঙ্গ কহে জূঁ সিকতা কি ভীত। Hararangga kahay zo sikta ki vita. স্থায়ী
অন্তরা
তান (Tan). 08 Beats, Stat from (0) : ০১.নৃসগম পধনর্স ণধপম গগরস ০২. নৃসণৃধৃ পৃধৃনৃস গমপগ মগরস ০৩. সণৃধৃপৃ মৃপৃধৃনৃ সগমপ মগরস ০৪. সগমপ গমণধ পর্সণধ পমগম ০৪. রসণৃধৃ নৃর্সগম পণধপ মগরস ০৫. রসনৃস গমপধ পণধপ মগরস ০৬. গরসগ মপধন র্সণধপ মগরস ০৭. গমপধ নর্সগর র্সণধপ মগরস ০৮. মগরস নৃসগম পধমপ মগরস ০৯. মপগম পধনর্স ণধপম গরসগ ১০. পমগর সনৃসগ মণধপ মগরস ১১. পধনর্স র্গর্গর্রর্স ণধপম গগরস ১২. ধপমগ রসণৃধৃ পৃধৃনৃস গগরস ১৩. ধণধপ মপধন র্সণধপ মগরস ১৪. ণধপধ নর্সর্গর্র র্সণধপ মগরস ১৫. নৃর্সর্গর্র র্সণধপ মপধপ মগরস ১৬. র্সর্সণধ পমপধ মপমগ মগরস ১৭. র্সর্রর্সর্গ র্মর্গর্রর্স ণধপম গগরস এখানে ০৮ মাত্রার তান প্রদান করা হল। প্রাথমিক শিক্ষার্থীদের এ ভাবেই চর্চা করা উচিত্, তবে কেউ যদি ১৬ মাত্রা,২৪ মাত্রা ইত্যাদি করতে চান তবে এক সাথে ০২/০৩ টি তান হিসাব করে গাইলেই চলবে।
এরাগটি সম্পর্কে আরও জানতে লিংকটিতে লগ করুন:http://en.wikipedia.org/wiki/Khambaj পরবর্তী রাগ : http://sites.google.com/site/gunjonmusicschool/raga/raga-kafi |
ঠাট এবং রাগ >