বেশকিছু জনপ্রিয় রাগের জন্মদাতা এই কাফি ঠাট।কর্ণাটকী সঙ্গীতে এই রাগটির নাম খরহর প্রিয়া।কাফি রাগটি ঠাটের সাথে বেশী মিল সম্পন্ন বলে এটি ঠাট রাগ হিসেবে পরিচিত।ধ্রুপদ, ঠুমরি, ভজন ইত্যাদি এই রাগে বেশি শোনা যায়।
পরিচয়: গা নি কোমল এবং বাকী স্বর শুদ্ধ ব্যবহার হয়।আরোহে তীব্র গান্ধার ও নি সুকৌশলে বার বার ব্যবহূত হয়।নিপুন গায়ক রাগ হানি না করেও কোমল ধৈবত ব্যবহার করে থাকেন। তবে মনে রাখতে হবে এই স্বর গুলি রাগের নিয়মিত স্বর নয়। ঠাট: কাফি
জাতি: সম্পূণ-সম্পূর্ণ আরোহী: স র জ্ঞ ম প ধ ণ র্স অবরোহী: র্স ণ ধ প ম জ্ঞ র স
বাদী স্বর: পন্চম (প) সমবাদী: ষড়জ (স) (কোন কোন গুনিজন গ এবং নি কে বাদী- সমবাদী মনে করেন) চলন: ণৃসমজ্ঞরস, সররজ্ঞ, রপ,মপ,ধপ, মপধমপ, জ্ঞ.. , র, স , সস রর জ্ঞজ্ঞ মম প ধমপ জ্ঞ.. র, স। পকড়: সস রর জ্ঞজ্ঞ মম প অঙ্গ: উত্তরাংগ সময়: মধ্যরাত্রি (তবে কেউ কেউ মনে করেন সন্ধাবেলাও রাগটি গাওয়া যেতে পারে)। স্বর মালিকা: ঝাপতাল(Jhap Tal), ১০ মাত্রা (10 Beats).
স্থায়ী
অন্তরা
লক্ষণ গীত: ত্রিতাল (১৬ মাত্রা) Lakhshan Song:Trital (16 Beats) স্থায়ী গুনিজন কারাতা ধেএয়ান (ধ্যান) গুনপার Gunijana karata dhian gunapara কোমল গা নি সব সুর শুদ্ধ কার komala ga ni saba sura shudh kar গাওয়ে কাফি রাগ হার প্রিয়ে। gawa kafi raga hara priya. অন্তরা
পন্চম বোওয়াদি(বাদি) সুর সম বোওয়াদি(সমবাদি) Panchama wadi sur samawadi কার সম্পুরাণা গাতা মৃদুগানি। kara sampurana gata mridu ga ni. স্থায়ী
অন্তরা
রাগ: কাফি (Raga: Kafi),ত্রিতাল (১৬ মাত্রা,08 Beats) স্থায়ী
দাদারওয়া বোলে মোরে শোর কারাতা কোয়েল Dadarrwa bolay moray shor karata kowel কৃক সোনাওয়ে নেয়ারি র্যায়ন আন্ধেরী kuka sonawa naari rayna andhayri বীর হাকি মারি থরথর্ কাঁপে birr haki mari thar thar kapay জিয়া মোরা পিয়াবিনা। zia mora piabina.
অন্তরা বনমে পাপিহা পিয়া পিয়া বলে Banamay papiiha pia pia bolay খোঁজ কারঁ ম্যায় চ্যঁয়রোঁ ওর।। khoja karu mayy chaarow oor. স্থায়ী
অন্তরা
তান:০৮ মাত্রা ,০ফাঁক থেকে গান শুরু করে ,+ সোম থেকে তান করতে হবে। ০১. সস রর জ্ঞজ্ঞ মম পপ ধপ মজ্ঞ রস ০২. সণ্ ধৃপৃ মৃপ্ ধৃণ্ সস রজ্ঞ মজ্ঞ রস ০৩. রস ণৃধ্ পৃধ্ ণৃস রজ্ঞ মপ মজ্ঞ রস ০৪. রর জ্ঞজ্ঞ মপ পধ ণধ পপ মজ্ঞ রস ০৫. জ্ঞজ্ঞ রস রর সণ্ ধৃণ্ সর জ্ঞজ্ঞ রস ০৬. জ্ঞম পধ ণর্স র্রর্র র্সণ ধপ মজ্ঞ রস ০৭. মজ্ঞ রস রর জ্ঞম পপ ধপ মজ্ঞ রস ০৮. মজ্ঞ মপ ধণ র্সর্স ণধ পপ মজ্ঞ রস ০৯. পপ মম জ্ঞজ্ঞ রস রজ্ঞ মপ মজ্ঞ রস ১০. পপ ধণ র্সর্স র্রর্র র্সণ ধপ মজ্ঞ রস ১১. ধপ মজ্ঞ রর সস রজ্ঞ মপ মজ্ঞ রস ১২. ধণ র্সর্র র্জ্ঞর্জ্ঞ র্রর্স ণধ পপ মজ্ঞ রস ১৩. ণধ পম জ্ঞজ্ঞ রর সণ্ সর মজ্ঞ রস ১৪. ণর্স র্সর্র র্রর্জ্ঞ র্রর্স ণধ পপ মজ্ঞ রস ১৫. র্সর্স ণধ পপ মজ্ঞ রস রজ্ঞ মজ্ঞ রস ১৬. র্সর্র র্রর্জ্ঞ র্মর্জ্ঞ র্রর্স ণধ পপ মজ্ঞ রস এখানে ০৮ মাত্রার তান প্রদান করা হল। প্রাথমিক শিক্ষার্থীদের এ ভাবেই চর্চা করা উচিত্, তবে কেউ যদি ১৬ মাত্রা,২৪ মাত্রা ইত্যাদি করতে চান তবে এক সাথে ০২/০৩ টি তান হিসাব করে গাইলেই চলবে। পরবর্তী রাগ: http://sites.google.com/site/gunjonmusicschool/raga/raga-ashawari |
ঠাট এবং রাগ >