মিঞা তানসেন সৃষ্ট এই রাগটি ১০ ঠাট এর সর্ব শেষ ঠাট টোড়ী এর অন্তর্ভূক্ত। এ রাগে গান্ধার অতি কোমল এবং ঋষভ ও গান্ধার পরস্পর মীড়ের মাধ্যমে অবিচ্ছিন্ন ভাবে প্রয়োগ হয়। এই বৈশিষ্ট্যপূর্ণ ক্রিয়া যে কোন টোড়ী অঙ্গের রাগে প্রযোজ্য । মূলতানী রাগটির সাথে এই রাগের বেশ মিল আছে। টোড়ীতে রে,গা ,ধা এই স্বরগুলির উপর অবলম্বিত হয় এবং পন্চম বেশ দূর্বল আবার মূলতানীতে পন্চম জোড়ালো এবং গা,পা,নি এই স্বর গুলির বিশেষত্ব দেখা যায়।বেশ কয়েক প্রকার টোড়ী প্রচলিত যেমন: শুদ্ধ টোড়ী, দরবারী টোড়ী,মিঞাকি টোড়ী, বিলাসখানি টোড়ি ইত্যাদি। নূতন শিক্ষার্থীদের পক্ষে এই রাগে বিকৃত স্বর উপযুক্ত স্থানে প্রয়োগ করা কঠিন হয়ে পড়ে , এজন্য তৈরী কন্ঠ ও সঠিক তালিম প্রয়োজন। পরিচয়: রে,গা,ধা কোমল , মা কড়ি বাকী সব শুদ্ধ স্বর ব্যবহৃত হয়। পন্চম দূর্বল এবং আরোহে কম ব্যবহৃত হয়। প্রকৃতি শান্ত ও গম্ভীর। ঠাট: টোড়ী/ তোড়ী জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ আরোহী: সা ঋ জ্ঞা ক্ষা পা দা না র্সা অবরোহী: র্সা না দা পা ক্ষা জ্ঞা ঋা সা চলন: স ঋ জ্ঞ ঋ জ্ঞ ক্ষ প, ক্ষ দ ন র্স ন দ প ক্ষ দ ক্ষ জ্ঞ ঋ জ্ঞ ঋ স পকড়: দ্ ন্ স ঋ জ্ঞ ঋ স, ক্ষ জ্ঞ ঋ জ্ঞ ঋ স বাদী স্বর: দা সমবাদী স্বর: জ্ঞা অঙ্গ: উত্তরাঙ্গ ন্যাসস্বর: ঋ,জ্ঞ ও দ সময়: দিবা দ্বিতীয় প্রহর(০৯ টা থেকে ১২ টা) স্বর মালিকা,ত্রিতাল,১৬ মাত্রা(Swarmalika.Triital, 16 bit) স্থায়ী
অন্তরা
ভিডিও : স্বর মালিকা লক্ষণ গীত, ত্রিতাল ১৬ মাত্রা/Lakshan Geet, Triital(16 bit) স্থায়ী সাখি তোরি টোড়ী কি চমক মন বসগ্যায়ী Sakhi tori todri ki chamaka mana basagayi রে গা মা ধা বিকরাত সুর কর ra ga ma dha bikarata sura kara গুনিজন গাওয়ে সমপুরান কর। gunijana gaway sampurana kara. অন্তরা ধা বোয়াদি অওর গা সমবোয়াদি Dha bwadi aur ga samabwadi চলত এ্যায়সে য্যায়সে ব্রীজকি নারি chalata aysay jaysa brizaki nari অঙ্গ ঢংগ কুছ অ্যায়সে মন বসগ্যায়ী anga dhanga kuchsa aysa mana basagaee ভিডিও : লক্ষণগীত স্থায়ী
অন্তরা
রাগ : টোড়ী (ত্রিতাল ১৬ মাত্রা /Rag Todi Trital 16 bits) স্থায়ী আলে নাবি আওলাদে আলী Alay nabi awladay ali সুনলো আবত আরজ হামারী sunlo aboto araj hamari অন্তরা তুমরে দুয়ারকা ম্যায় হু ভিকারী Tumray duarka maay hoo vikhari ভরদো আবত ঝোলি হামারি, vordo abata jholi hamari. ইতনি সি হ্যায় মিনতী হামারি। Itni si hay minati hamari. মধ্যম স্তরের শিক্ষার্ধীদের জন্য ভিডিও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ভিডিও স্থায়ী |
ঠাট এবং রাগ > রাগ ভৈরব(Rag:Bhayrow) > রাগ ইমন(Rag:Yaman/Iman) > রাগ মারবা বা মারওয়া(Rag:Marwa) > রাগ: পূরবী বা পূর্বী(Rag:Purabi) >