ভৈরব স্বর চিত্র বিভিন্ন স্কেল স্বর চিত্র
অতি প্রাচীন এই রাগটি ভৈরো, ভ্যায়রো, মালব, ভৈরব ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত।প্রাচীন হলেও বর্তমান প্রচলিত ভৈরবের সাথে আগের ভৈরবের কোন মিল নেই। এটি একটি ঠাট রাগ। রে,ধা কোমল- গাওয়ার সময় আন্দোলিত হয় এবং বিশেষ মহত্বপূর্ণ ভাবে ফুটে উঠে। ভৈরবী ঠাটের কোমল গা ও নি এর স্থলে শুদ্ধ গা নি ব্যবহার করলেই ভৈরব ঠাটের স্বর সপ্তক পাওয়া যায়। রাগটি প্রাত:কালীন সন্ধি প্রকাশ রাগ। ধৈবতের আন্দোলন কালে কোমল নি ঈষৎ প্রয়োগ হয় এবং রে স্বরটি অতি কোমল ও অবরোহে বেশী প্রাধান্য পায়।কুশলতার সাথে অবরোহ গতিতে কোমল নি ব্যবহার করা যায়। গমঋ, দমপ, দমপ দনর্স এই স্বর সংগতি মীড় যুক্ত হয়ে বেশী প্রয়োগ হয়। আরোহে সঋগম/নৃসগম/সগম এ রকর বিভিন্ন ভাবে স্বর প্রয়োগ হয়ে থাকে। ম র মীড় হলেও এর সাথে প র সংযোগ হয়ে একটি বিশেষ রূপ ফুটে উঠে যা সঠিক তালিম প্রাপ্ত গায়ক গণের পক্ষেই কেবল গেয়ে দেখানো সম্ভব। ভৈরবের সমপ্রকৃতির রাগ হচ্ছে কলিংড়া এবং রামকেলী।
পরিচয়: রে ধা কোমল বাকী সব শুদ্ধ স্বর ব্যবহৃত হয়। রে ও ধা এর ব্যবহার শিখে নেয়ার মত একটি বিষয়। ঠাট: ভৈরব জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ আরোহী: স ঋ গ ম প দ ন র্স অবরোহী: র্স ন দ প ম গ ঋ স চলন: সঋস, নৃসদ,নৃদৃপ্,পৃদৃসঋ গঋ গমপ গমঋ স। পকড়: স গ ম প দ প, ম প গমঋ স বাদী: দ সমবাদী: ঋ অঙ্গ: উত্তরাঙ্গ প্রকৃতি: শান্ত,গম্ভীর। ন্যাস স্বর: ঋ, ম, প ও দ সময়: দিবা প্রথম প্রহর(সাধারণত: সকাল ৫-৮ টা) স্বর মালিকা/ঝাপতাল (১০ মাত্রা),Jhaptal 10 Beats. (এখানে পাখোয়াজ এর বোল দেয়া হল, তবলার বোল সারগাম অংশে দেয়া হয়েছে) স্থায়ী
ভিডিও: স্বরমালিকা লক্ষণ গীত/ তাল ত্রিতাল ১৬ মাত্রা,Lakshan Geet, Trital 16 Beats. স্থায়ী ভৈরো লাকসান গাবে গুনিজন Bhairow laksana gaba gunijana কোমল সুর ধর গা মা নি শুদ্ধ কর, komala sura dhara ga ma ni sudha kara প্রাত সময় রিঝাত নারীনর। prata samay rijhata narinara. অন্তরা ধৈবত হোত প্রধান জিব সুর Dhaywata hota pradhana ziba sura রেখাব সহচর হোত পারাস সুর rakhaba sahachara hota parasa sura মালব ঠাট লিখাত আতি সুন্দর malaba thata likhata ati sundara ভাকতি রসসোঁ গাওয়ে গুনি চাতুর। bhakti rasaso gawa guni chatura. ভিডিও: লক্ষণগীত স্থায়ী
অন্তরা
খেয়াল বন্দিশ/তাল ত্রিতাল(Khayal Bandish, Trital ) স্থায়ী কাবিধ মান সমঝাউঁ(রি) Kabidha man samajhau (ri) মোহে কাছুনা সোহায়ে mohay kasuna sohaa কাম কাজ মোহে তানিকনা ভাওয়ে kama kaja mohay tanikana bhawa. কিত যাঁউ রি। kita jaau ri. অন্তরা যবসে পি পরদেশ সিধারে jabasay pi paradeasa sidhary র্যায়ন কাটাতা মোহে গিনগিন তারে rayna katata mohay ginagina taray ক্যায়সে ধীর বাঁধাউঁ রি। kaysa dhira badhau ri. ভিডিও: রাগ ভৈরব স্থায়ী
অন্তরা
তান: ০৮ মাত্রা (start from +) ০১. নৃস দৃন্ সগ মপ গম পম গম ঋস ০২.নৃস গম দপ মপ গম পম গম ঋস ০৩. সঋ সন্ দদ নৃস ঋগ মপ মগ ঋস ০৪.সঋ গম পদ নদ র্সন দপ মগ ঋস ০৫. ঋঋ সস দৃদ্ নস ঋগ মগ মগ ঋস ০৬. ঋগ মপ দদ নদ পদ মপ গম ঋস ০৭. গঋ সঋ গম দপ মদ পম গম ঋস ০৮.গম পদ নর্স র্ঋর্ঋ র্সন দপ মগ ঋস ০৯. মগ ঋঋ গম পদ মদ পম গম ঋস ১০. মপ দন র্সর্ঋ র্গর্ঋ র্সন দপ মগ ঋস ১১.পদ পম গঋ গম দদ পম গম ঋস ১২. পদ নর্স র্ঋর্স নর্স দন দপ মগ ঋস ১৩. নদ পদ মপ গম ঋঋ দপ মগ ঋস ১৪. নর্স র্গর্ঋ র্সন দদ মদ পম গম ঋস ১৫. র্সর্স র্ঋর্স নদ পম দদ পম গম ঋস ১৭. র্সর্ঋ র্সর্ঋ নর্স দদ নদ পম গম ঋস এখানে ০৮ মাত্রার তান প্রদান করা হল। প্রাথমিক শিক্ষার্থীদের এ ভাবেই চর্চা করা উচিত্, তবে কেউ যদি ১৬ মাত্রা,২৪ মাত্রা ইত্যাদি করতে চান তবে এক সাথে ০২/০৩ টি তান হিসাব করে গাইলেই চলবে।
|
ঠাট এবং রাগ >